অভিনেত্রী মিশমি দাস, বর্তমানে অভিনয় করছেন কোন গোপনে মন ভেসেছে, ফুলকি ধারাবাহিকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে রয়েছেন অনেক গুলো বছর কেটে গেল। একসময় নায়িকার চরিত্রে দর্শকের নজর কাড়লে আজ শুধুমাত্র মিশমি পার্শ্বচরিত্রেই দেখা যায়।
আচমকাই কেন মুখ্য চরিত্রে ছেলে পার্শ্ব চরিত্র এবং ভিলেন চরিত্র বেছে নিলেন অভিনেত্রী। খেলনা বাড়ি ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয়ের সময় এক সাক্ষাৎকারে মিশমিকে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছিল।
সেই সময় মিশমি জানিয়েছিলেন, ‘মুখ্য চরিত্রে জন্য প্রায় ২২-২৩ ঘণ্টা কাজ করতে হত। সেই সময় আমার পক্ষে সম্ভব ছিল না। তাই নায়িকার চরিত্র থেকে সরে আসি। বোধহয় সেটাই আমার ভুল ছিল। একটাই আফসোস যে, ইন্ডাস্ট্রি আমাকে টাইপকাস্ট করে দিচ্ছে! আমায় দেখলেই আজকাল শুধুই নেতিবাচক চরিত্রের কথাই মনে হয় তাদের।’