মিঠাই-সিদ্ধার্থের বিয়ে সত্ত্বেও কেন কমছে ধারাবাহিকের TRP?

মিঠাই

সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের TRP রেটিং চার্ট। আর এই টিআরপির উপর নির্ধারিত হয় ধারাবাহিকের অস্তিত্ব। আজও প্রকাশিত হয়েছে TRP রেটিং চার্ট।

১০.৬ টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে মিঠাই।  ৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় যমুনা ঢাকি, ৭.৬ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে নতুন ধারাবাহিক উমা এবং করুণাময়ী রানি রাসমণি,  ৭.১ পয়েন্ট পেয়ে চতুর্থ অপু এবং ৭.০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন দুই ধারাবাহিক ধুলোকণা ও খড়কুটো।

বরাবরের মতো সেরা মিঠাই ধারাবাহিক কিন্তু ক্রমশ কমছে এই ধারাবাহিকের TRP । চার্ট লক্ষ্য করলে দেখা যাবে সব ধারাবাহিকের TRP কমেছে। তবে টানা দুই সপ্তাহ ধরে হাই ভোল্টেজ ড্রামা চলছে মিঠাই ধারাবাহিকে। ফের মিঠাই-সিদ্ধার্থের বিয়ে নিয়ে উৎসাহিত বাংলা দর্শক। সেদিক থেকে দেখলে এই ধারাবাহিকের TRP বাড়ার কথা। তাহলে টানা দুই সপ্তাহ ধরে কেন কমছে টিআরপি?

সম্ভবত পুজোর কেনাকাটা এবং একসঙ্গে আইপিএলের মরসুমের দরুন কমতে পারে এই ধারাবাহিকের টিআরপি। পুজোর কেনাকাটা ব্যস্ততা অথবা আইপিএলের জন্য সঠিক সময় টিভিতে মিঠাই দেখছেন না একাংশ দর্শক। পরে সোশ্যাল মিডিয়ায় দেখে নিচ্ছেন সিরিয়ালের পর্ব। আর তার জন্যই এই হাল। কিন্তু এইভাবে ধারাবাহিকের TRP নামতে থাকলে মিঠাই কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে? সেটাই দেখার অপেক্ষায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here