সাংসারিক কুটকাচালি নেই বলেই কি বন্ধ হচ্ছে প্রথমা কাদম্বিনী ?

প্রথমা কাদম্বিনী

খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে স্টার জলসার ধারাবাহিক প্রথমা কাদম্বিনী । বাংলার প্রথম মহিলা চিকিৎসকের জীবন-বৃত্তান্ত নিয়ে এই কাহিনী। প্রতিদিন সন্ধ্যে ছ’টা নাগাদ পর্দায় আসত এই ধারাবাহিক। যার মূল চরিত্রে অভিনয় করছে শোলাঙ্কি রায়।

প্রথমা কাদম্বিনী ধারাবাহিকে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের অভিনয় কোনও তুলনা হয় না। অসাধারণ অভিনয় করেছেন তিনি। এই ধারাবাহিকে অভিনয় করার জন্য যথেষ্ট চর্চা করেছেন অভিনেত্রী। তাহলে কেন বন্ধ করা হচ্ছে প্রথমা কাদম্বিনী?

শোলাঙ্কি রায়

শোনা যাচ্ছে এই ধারবাহিকের জায়গায় দেখানো হবে ‘সাঁঝের বাতি’। আর সাঁঝের বাতি ধারবাহিকের জায়গায় আনা হচ্ছে নতুন সিরিয়াল ‘ফেলনা’।

খবর সামনে আসতেই বহু দর্শকের মন খারাপ হয়ে গেছে। বিশেষ করে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে দর্শকদের মতে, সাংসারিক কুটকাচালি নেই বলেই হয়তো এমন একটি অসাধারণ ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কারো মতে, ভালো জিনিস চ্যানেল কর্তৃপক্ষ বেশিদিন চালান না।

অভিনেত্রী শোলাঙ্কি রায়ের

তবে প্রযোজক জানায়, প্রথমা কাদম্বিনীর টিআরপি নিয়ে আমরা কখনোই ভাবিনি। আমাদের আনন্দ, যথাযোগ্য সম্মান জানাতে পারলাম বাংলার প্রথম মহিলা চিকিৎসককে। শহরে একটা মেট্রো স্টেশন বা রাস্তার নাম যদি তাঁর নামে করা হয়, সেটাই হবে বড় পাওনা।

তবে প্রথমা কাদম্বিনীর টিআরপি কম হলেও প্রথম থেকেই কিন্তুু দর্শকের কাছে প্রশংসা পায় এই ধারাবাহিক। যদি সঠিক সময়ে এই ধারাবাহিক টিভির পর্দায় আসত, তাহলে ভালো টিআরপি অর্জন করত পারত।

প্রথমা কাদম্বিনী

ধারাবাহিক বন্ধ হওয়ার খবর শোনা মাত্র মন খারাপ দর্শকের। দর্শক মিস করবে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের অভিনয়। দর্শকের প্রশ্ন একটাই, সাংসারিক কুটকাচালি নেই বলেই কি বন্ধ হচ্ছে প্রথমা কাদম্বিনী?

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here