এক ঝাঁক দাপুটে অভিনেতা থাকা সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে ‘দেশের মাটি’ ধারাবাহিক?

দেশের মাটি

জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’ বন্ধ করার নির্দেশ দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। স্বরূপনগরে দেশের মাটির টানে ফিরে এসেছিল বাড়ির সকলে। সুখ-দুঃখ মিলেমিশে একান্নবর্তী পরিবারের গল্প ছুঁয়ে গিয়েছিল বাংলা দর্শকের মনে।

‘দেশের মাটি’ ধারাবাহিক বাংলা টেলিভিশনের এমন এক ধারাবাহিক, যেখানে প্রত্যেকটি চরিত্রই মুখ্য। প্রত্যেকটি চরিত্রই আলাদা আলদা গল্প রয়েছে। বাংলা টেলিভিশনে এমন ধারাবাহিক খুব কমই রয়েছে যেখানে এক ঝাঁক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন। ভরত কল, অনসূয়া মজুমদার, ঋতা দত্ত চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীর মতো দাপুটে শিল্পী থাকা সত্ত্বেও শেষ করে দেওয়া হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। কিন্তু কেন?

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

‘দেশের মাটি’ ধারাবাহিকে ‘নোয়া-কিয়ান’, ‘রাজা-মাম্পি’ উজ্জয়িনীর মতো প্রত্যেকটি চরিত্র যেন কথা বলে। এত ভালো স্টোরি থাকা সত্ত্বেও শেষ রক্ষা হল না। চ্যানেলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অক্টোবর মাসের মধ্যেই এই ধারাবাহিক বন্ধ করতে হবে। কিন্তু এর সঠিক কারণ এখনো জানা যায়নি।

‘দেশের মাটি’র টিআরপি (TRP) তলানিতে থাকার জন্যই কি বন্ধ হচ্ছে নাকি দুই প্রোডাকশন গোষ্ঠীর দ্বন্দ্ব? ধারাবাহিক শেষ হওয়ার খবর সামনে আসতেই ‘দেশের মাটি’র দর্শকের মন খারাপ। এমনকি চ্যানেল অফিশিয়াল পেজে রাজা-মাম্পির ভক্তরা প্রতিবাদ জানিয়েছে।

তবে আন্দাজ করা হচ্ছে, টিআরপি কম থাকায় শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক। একাংশ মানুষ টিভিতে সম্প্রচারের আগে ফেসবুক, ইউটিউব, ওটিটিতে দেখছেন। যার জন্য ‘দেশের মাটি’ টিআরপি না পাওয়ার অন্যতম কারণ।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here