এককালে ছোটপর্দায় ‘মা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট্ট ঝিলিক হয়ে বাঙালির ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছিলেন তিথি বসু। শুধু তাই নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে শিশুশিল্পী হিসাবেও কাজ করেছিলেন তিথি। অনেক দিন হল রোল, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে অভিনেত্রী।
এই মুহূর্তে কলেজ পাশ করার পর আপাতত ইউটিউব আর ফেসবুক রিলস নিয়েই ব্যস্ত তিথি। অভিনেত্রী ছাড়াও ইদানীং বহু অভিনেত্রীরাই অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়ে মন দিয়েছেন। কিন্তু এক সময়ে ছোট পর্দায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরেও কেন অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন তিথি?
তিথি বলেন, ‘মা ধারাবাহিকের সময় খুবই ছোট ছিলাম। তখন সব সিদ্ধান্ত আমার মা-বাবা নিতেন। তাই সেই সময় পড়াশোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কলেজে পড়ার সময় ‘ময়ূরপঙ্খী’ ধারাবাহিকে অভিনয় করেছিলাম। তার পরেই লকডাউন হয়ে যায়।’
‘ভ্লগিং তো অনেক পরে আমার জীবনে এসেছে। অভিনয়ই তো আমার পেশা। অনেক বারই আমায় বাছাই করা হয়েছে কোনও এক চরিত্রের জন্য। তার পর শেষ মুহূর্তে জানতে পারি আমায় সরিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি, ধৈর্য ধরলে ভাল ফল পাওয়া যায়। আশা করি ভাল চরিত্র পাব।’