‘অপরাজিত’ ধারাবাহিকে দিতিপ্রিয়ারের ভাইয়ের চরিত্রে অভিনয় থেকে ‘রাখী বন্ধন’ এর বন্ধন চরিত্রে অভিনয় করে ছোট বয়সে দর্শকদের মুগ্ধ করেছিলেন শিশুশিল্পী সোহম বসু রায় চৌধুরী। যদিও এখন সে অনেকটাই বড়। তবে নিজেকে অভিনয় থেকে একেবারেই গুটিয়ে রেখেছেন সোহম। এত ভালো জনপ্রিয়তা পাওয়ার পর কেন অভিনয় থেকে দূরে ছোটপর্দার বন্ধন?
সম্প্রতি টলি টাইমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় থেকে দূরে থাকার আসল কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেতা। তাকে শেষবারের মতো দেখা যায় কলের বউ ধারাবাহিকে। তারপর থেকে একেবারেই নিজেকে গুটিয়ে রেখেছেন সে।
টলি টাইমকে সোহম বলেন, “কলের বউ সিরিয়ালে অভিনয়ের পর আমি বুঝতে পারি এবার একটু থামা দরকার। কারণ আরও অভিনয় প্রশিক্ষণ নিতে হবে। তাই নিজেকে গ্রুমিং করতেই অভিনয় থেকে সরে আসি। প্রচুর অফার এসেছে এই কয়েক বছরে। এমন কিছু কাজ এসেছে যেগুলো করা যেত কিন্তু পড়াশুনোর জন্য রাজী হইনি। কারণ কাজ ভবিষ্যতে আরও আসবে কিন্তু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষাটা জীবনে আর আসবে না।”
অভিনেতা জানেন এখন তিনি প্রস্তুত কাজে ফেরার জন্য। যদিও কেউ তাকে ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই সোহম ফিরবে সেটা যেই মাধম হোক।