মেয়ে আদিরাকে কেন প্রকাশ্যে আনেন না রানি? আসল কারণ জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী

রানি মুখার্জি

বলিউড কুইন রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার একমাত্র কন্যা আদিরাকে আজ পর্যন্ত জনসমক্ষে সেভাবে দেখা যায়নি। প্রতি বছরের মতো এই বারেও বড় করে দুর্গাপুজোর আয়োজন করেছিল মুখোপাধ্যায় পরিবার। সেখানে রানীর দেখা মিললেও কেন দেখা যায় না স্বামী আদিত্য চোপড়া এবং মেয়ে আদিরা চোপড়াকে?

জন্মের পর থেকেই মেয়েকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন নায়িকা। কখনও মায়ে আদিরার কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। দুর্গাপুজোর সময়ও খুদেকে দেখা যায় না মায়ের সঙ্গে। সম্প্রতি মেয়েকে প্রকাশ্যে না আনার আসল কারণ নিজেই জানালেন রানী।

সাক্ষাৎকারে রানি বলেন, “আমি এবং আদিত্য দু’জনের কেউই চাই না অহেতুক সকলের আকর্ষণের কারণ হোক আদিরা। নিজের দক্ষতায় ওকে পরিচিতি আদায় করে নিতে হবে। শুধুমাত্র মা, বাবার পরিচিতিতে সবসময় সেরাটা পাক তা আমরা কেউ চাই না। তাই কোনও সময়েই ক্যামেরার সামনে আনতে রাজি নই। এটা আমার এবং আদিত্যের যৌথ সিদ্ধান্ত।”