৩১ বছরের বৈবাহিক সম্পর্কে কেন স্বামীর সঙ্গে থাকেন না জোজো? আসল কারণ জানালেন গায়িকা

জোজো

গানের জগতে পরিচিত মুখ জোজো মুখোপাধ্যায়। তবে দর্শক-শ্রোতাদের কাছে আজও তিনি মিস জোজো নামেই পরিচিত। আজ ২৩ ডিসেম্বর জীবনের ৫০তম বসন্ত পাড় করলেন গায়িকা। মাত্র ১৮ বছর বয়সেই পালিয়ে বিয়ে করেছিলেন জোজো।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা গায়িকা। তার মেয়ে বাজো চাকরিসূত্রে শহরের বাইরে থাকে। বরও থাকেন উত্তরবঙ্গে। কলকাতায় ছেলে আদিকে ঘিরেই কাটে জোজোর জীবন।

কেন স্বামীর সঙ্গে একছাদের তলায় থাকেন না জোজো? চলতি বছরের গোড়ার দিকেই বিয়ের ৩১ বছর পূর্ণ করেছিলেন জোজো। এই বছরের বৈবাহিক সম্পর্কে কেন স্বামীর থেকে আলাদা গায়িকা? নিজেই আসল কারণ জানালেন জোজো।

জোজোর স্বামীর নাম কিংশুক মুখোপাধ্যায়। গানের দুনিয়া তাকে চেনে বাবলু নামে। লং ডিসট্যান্ট বিয়ে গায়িকার। নিজের ৩১ তম বিবাহবার্ষিকীতে নিজের লং ডিসট্যান্ট দাম্পত্য নিয়ে অকপটে জানিয়েছিলেন গায়িকা।

গায়িকার কথায়, চোখের পলকে ৩১ বছর পার করে ফেললাম। আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতরাই গুলো দেখেছি। ভালোসময়, খারাপ সময়…লোকে বলে লং ডিসট্যান্ট বিয়ে টেকে না। তবে আমার মনে হয় যবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্য আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও পরিণত হয়েছি’।

ডুয়ার্সে হোম স্টে রয়েছে কিংশুকের। সেখানেই পাকাপাকিভাবে থাকেন তিনি। সময়-সুযোগ পেলেই স্বামীর কাছে ছুটে যান জোজো।

জোজো

Previous articleছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ পর্যটন শিল্প রচনা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।