চলচ্চিত্র জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কর্মজীবনের পাশাপাশি সংসারজীবনে তিনি আদর্শ নারী। তবে কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকলেও মাঝেমধ্যে শিল্পীদের জীবনে ভবিষ্যৎ নিয়ে নেমে আসে দুশ্চিন্তা। তেমনি ইঙ্গিত মিলল ইন্দ্রাণীর কথায়।
ক্যারিয়ারে প্রচুর সাফল্যে পেয়েছেন। সংসারেও নেই কোনও অশান্তি। চুটিয়ে সংসার করছেন বিচ্ছেদের যুগে তবে অভিনেত্রীর আচমকা মন্তব্যে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ইন্দ্রাণী বলেন, “বয়স হলে তাকে কে দেখবে, ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবিত। তাই পরিকল্পনায় রয়েছে বৃদ্ধাশ্রম। অভিনেত্রী নিজে সেখানে থাকতে চান। পাশাপাশি বহু অসহায় মানুষের ব্যবস্থা করে দিতে চান।” তাহলে কি সন্তনের অভাবে ভবিষ্যতে নিঃসঙ্গতার ভয় পাচ্ছেন অভিনেত্রী? তবে অভিনেত্রীর মন্তব্য অন্যরকম চিন্তাধারা ফুটে উঠেছে।

