মেয়েকে সবসময় কেন আড়াল করে রাখেন আবির? ‘অনেকেই হয়তো জানে না ময়ূরাক্ষী…’, মুখ খুললেন স্বয়ং অভিনেতা

আবির চট্টোপাধ্যায়

বাবা আবির চট্টোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেতা। কিন্তু তার মেয়ে  ময়ূরাক্ষীকে চেনেন না অধিকাংশ মানুষ। অনেকে তো জানেনই না আবির চট্টোপাধ্যায় আর নন্দিনীর একটি মেয়েও আছে। গত বছর দোলে মেয়ের আবির মাখা মুখের ছবি সামনে এনেছিলেন আবিরের স্ত্রী নন্দিনী।

টলিউডে আবিরের সিনেমার এত বড় বড় ইভেন্টে স্ত্রীকে দেখা গেলেও মেয়েকে কেন দেখা যায় না? আবির বরাবর নিজের ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। লাইমলাইটে ব্যক্তিগত সম্পর্ক একেবারেই আনতে পছন্দ করেন না তিনি। তবে মেয়ে ময়ূরাক্ষীকে যেন একটু বেশির আড়ালে রেখেছেন অভিনেতা। কিন্তু কেন? অবশেষে এক পডকাস্টে চ্যানেলে সেই নিয়ে মুখ খুলতে দেখা যায় তাকে।

এই পডকাস্টে চ্যানেলে আবির জানালেন তার এক মেয়ে ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম। অভিনেতা বলেন, “আমার সিনেমাগুলো খুব বেশি দেখ না ময়ূরাক্ষী, ও নিজের মতো করে দেখতে থাকে, আমার সঙ্গে গিয়ে দেখা হয় না। আমি মিস করি সেটা। আমি  মেয়ের সঙ্গে খুব বেশি ফিল্মি পার্টি বা জনসমক্ষে যাই না কারণ  কারণ আমি চাই না আমার মেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ পাক। মেয়ে কারণ মেয়ের কোনও অসুবিধা হলে সেটা আমার মেনে নেওয়া অসম্ভব হবে। মেয়েকে নিয়ে যদি একান্তই কোথাও যেতে হয় তাহলে  অনেক ভেবেচিন্তে তবেই সেখানে একসাথে যাই যার কারণে পারিবারিক কোনও অনুষ্ঠানেও একসঙ্গে যাওয়া হয় না।”

আবির বলেন, “ময়ূরাক্ষীর একটি অদ্ভুত ক্ষমতা আছে। তা হল ওর আশেপাশে যারা আছে তাদেরকে ও অদ্ভুতভাবে ভালোবেসে ফেলে। আমি ওর থেকে প্রতিনিয়ত নিঃশর্তহীন ভালোবাসা শিখি।”