“উত্তম কুমার খুব ভালো সময়ে চলে গেছে…”, মহানায়ককে নিয়ে কেন এমন বললেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী?

বিশ্বজিৎ চক্রবর্তী

বাংলা সিনেমার জগতে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন বিশ্বজিৎ চক্রবর্তী। দীর্ঘ কয়েক দশকে অভিনয় জীবনে দর্শকের মন ছুঁয়েছে অভিনেতার অভিনয়। এমনকি ছোটপর্দার দর্শকও ভালোবাসা দিয়েছেন অভিনেতাকে। শেষবার অভিনেতাকে দেখা যায় জি বাংলার মিঠাই ধারবাহিকে দাদাই এর চরিত্রে অভিনয় করতে।

কখনও নায়ক নায়িকার বাবা, কখনও দাদুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের নানান অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বর্ষীয়ান অভিনেতা।

পর্দায় বরাবরই তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেছে। তবে আগেকার দিনে পার্শ্ব চরিত্রে অভিনয় করলে ততটা সম্মান পাওয়া যেত না যতটা বর্তমানে পাওয়া যায়। এই নিয়ে অভিনেতারও কি একই মতামত?

বিশ্বজিৎ চক্রবর্তী জানান, “সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। তাই এত প্রচারও ছিল না। তাই নিজেকে প্রকাশ করার এত সুযোগ ছিল না। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক উন্নত। তাই পার্শ্ব চরিত্রগুলিও গুরুত্ব পায় সমানভাবে। যেমন আমি মিঠুন চক্রবর্তীর বাবার চরিত্র যেমন অভিনয় করেছি, তেমনই আবার জিৎ, দেব কোয়েলের বাবা দাদুর চরিত্রেও অভিনয় করেছি। আবার সন্তান ছবিতে মিঠুনের বন্ধুর চরিত্রে অভিনয় করেছি। অভিনেতা হিসেবে এটাই তো বড় প্রাপ্তি। বিভিন্ন চরিত্রে আমি দর্শকের সামনে নিজেকে ফুটিয়ে তুলতে পেরেছি।”

অভিনেতার পছন্দের মানুষ উত্তম কুমারকে নিয়ে হঠাৎ তিনি বলেন, “উত্তম কুমার খুব ভালো সময়ে চলে গেছে। এ কথাটা হয়তো বলতে নেই কিন্তু উনি অনেক খারাপ ছবিও পেতে পারতেন। তাই ভগবানের অনেক কৃপা যে উনি সেই খারাপ সময়টা দেখেননি।”

সুত্রঃ https: // binodonxp. com /