মাত্র ৫ বছর বয়সে বাংলা টেলিভিশন পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে ঝড় তুলেছিলেন। আজও দর্শক তাকে পটল হিসাবে ডেকে থাকেন। পটলকুমার গানওয়ালা ধারাবাহিকের হাত ধরেই দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন শিশুশিল্পী হিয়া দে। তাকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে।
এরপর আর তাকে সেভাবে পর্দায় দেখা যায়নি। এত জনপ্রিয়তা সত্ত্বেও কেন আচমকাই অন্তরালে চলে গেল পটল ওরফে হিয়া। অবশেষে নিজেই জানালেন সেই কারণ।
আনন্দবাজার ডট কম সাক্ষাৎকারে হিয়ার কাছে প্রশ্ন রাখা হয়, দর্শক জানতে চায় পটল জনপ্রিয়তা পাওয়ার কেন অন্তরালে চলে গেল? এই প্রশ্নের উত্তরে হিয়া জানায়, ‘আসলে হিয়া এখন বিরতি নিয়েছে। এখন শুধুই পড়াশোনা করছি। সামনে যেহেতু বড় একটা পরীক্ষা, সেটার প্রস্তুতি নিচ্ছি। যদিও ভবিষ্যতে অনেকগুলো পরিকল্পনা আছে। ক্রমশ প্রকাশ্য। দর্শকদের জানাতে চাই বাড়িতে আছে। পড়াশোনা, লেখালিখি ও বই পড়া নিয়ে আছি। পাশাপাশি সম্পাদনার কাজ করতে খুব ভাল লাগে। সেটা শিখছি। আমি কোথাও নেই এখন। কোনও সমাজমাধ্যমেও নেই। না ইনস্টাগ্রাম, না ফেসবুক। মানে একেবারেই সক্রিয় নই। শুধু এটাই বলতে চাই, হিয়া বেঁচে আছে।’
অভিনয় জগতে আর ফিরবেন কিনা হিয়া সেটা ভবিষ্যৎ বলবে কারণ যেহেতু ব্যবসায়ী পরিবার তার হিয়ার ঝোঁকও সেদিকেই বেশি।