জি বাংলার সবথেকে চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল ‘সুবর্ণলতা’। যেখানে বাংলা বিনোদন জগতের একাধিক কলাকুশলীরা তাদের অভিনয়ের দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। আশাপূর্ণা দেবীর ‘সুবর্ণলতা’ বই অবলম্বনে তৈরি এই ধারাবাহিকে বিশ্বনাথ বসু, অনন্যা চ্যাটার্জি, সাবিত্রী চট্টোপাধ্যায় সহ একাধিক গুণী অভিনেতা অভিনেত্রী চুটিয়ে অভিনয় করে গেছেন।
তাদের মধ্যেই একজন হলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ মজুমদার। সুবর্ণতায় ছোট ছেলে প্রকাশের চরিত্রে অভিনয়, দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। এই ধারাবাহিকে অনন্যার ছোট দেওরের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা। তবে সুবর্ণতার পর বহুদিন পর্দায় দেখা যায়নি এই অভিনেতাকে। কেন ধারাবাহিক ছেড়ে দিলেন অভিনেতা?
সম্প্রতি এই প্রসঙ্গে, টলিউড ফোকাস নামক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে মুখ খুললেন বিশ্বজিৎ, “তিনি মূলত থিয়েটারের অভিনেতা। তবে দর্শক আজও তাকে প্রকাশ নামেই বেশি চেনেন। তার কথায়, যেকোন কাজে যদি ধৈর্য না রাখা যায়, তাহলে কোন কাজই সঠিকভাবে হওয়া সম্ভব না। শুধু তাই নয়, তার মতে সঠিক সুযোগ আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করা উচিৎ। তাই ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে অভিনেতা অপেক্ষায় রয়েছেন।” অর্থাৎ তিনি ধারাবাহিক ছাড়েননি বরং ভালো সুযোগ পাচ্ছেন না। ভালো সুযোগ পেলে তিনি আবার ছোটপর্দায় ফিরবেন।
তবে দীর্ঘদিনের বিরতির পর এবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন বিশ্বজিৎ। থিয়েটারে তার অনবদ্য অভিনয় দেখে তাকে ‘প্রধান’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে।