বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। তিনি ছিলেন স্বর্ণযুগের একজন অভিনেত্রী। উত্তম-সুচিত্রার জুটি আজও অমর। তারা হলেন ইন্ডাস্ট্রির এভারগ্রিন জুটি।
অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন এই জুটি নিয়ে দর্শকের বরাবর কৌতূহল। এমনকি টলিপাড়ার অন্দরমহলে বলত, গোপনে প্রেম করতেন তারা।
তবে একাধিক সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পর আচমকাই সকলের থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলেন মহানায়িকা। কিন্তু সেই কারণ আজও অজানা অনেকের। অনেকেই বলে থাকেন সেই কারণ মহানায়ক। উত্তম কুমারের মৃত্যুর পরই নাকি ইন্ডাস্ট্রি থেকে সরে যান অভিনেত্রী। যদিও এই নিয়ে কখনোই মুখ খোলেননি তিনি।
একবার সাক্ষাৎকারে মুনমুন সেনকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “মা অভিনয় ছেড়েছিল শুধুমাত্র চিত্রনাট্যের কারণে। ১৯৭০ দশকের দিকে ধীরে ধীরে সিনেমার গল্প পরিবর্তন আসতে থাকে। যেটা মোটেই পছন্দ ছিল না মহানায়িকার। পাশাপাশি তিনি যেসব পরিচালকদের সঙ্গে কাজ করতেন তারা গতও হয়েছিলেন। তাই কীভাবে নিজেকে মানিয়ে নেবেন বুঝতে পারছিলনে না”। মুনমুন সেন আরও জানান, “মা একসময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন?”।