‘রুবেল ভীষণ মিথ্যাবাদী’…রুবেলকে কেন মিথ্যাবাদী বললেন শ্বেতা?

শ্বেতা

টেলিপাড়ার মিষ্টি দম্পতি হল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস। যমুনা ঢাকি ধারাবাহিকের থেকে তাদের প্রেমের সূত্রপাত। কয়েক বছর প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন দুজন।

বর্তমানে দুজনেই চুটিয়ে সংসার করছেন। শুটিংয়ে ব্যস্ত থাকার পরও দুজন দুজনের জন্য ঠিক সময় বার করে নেনে।  দুইজনেই একই চ্যানেলে কাজ করার জন্য শুটিং ফাঁকে ফাঁকে দেখা হয় তাদের।

শুটিং ফাঁকেই এবার এক সাক্ষাৎকারের মুখোমুখি হতে দেখা গেল শ্বেতা-রুবেলকে। সেখানেই নিজেদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। এই সাক্ষাৎকারে তাদের জিজ্ঞেস করা হয় ঝগড়া কে বেশি করে? আর কে মানায় বেশি?

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রুবেল শ্বেতার দিকে দেখিয়ে বলে ‘শ্বেতা নাকি অকারণে ঝগড়া করে আর তাকেই বেশি মানাতে হয়। আর ঠিক তখনি শ্বেতা রুবেলের অভিযোগ উড়িয়ে দিয়ে বলে রুবেল মিথ্যাবাদী। আসলে পুরো সাক্ষাৎকারটাই ভরে উঠেছিল শ্বেতা-রুবেলের খুনসুটিতে।