ছোটপর্দা থেকে কেন বিরতি নিলেন প্রত্যুষা? ‘ওর মৃত্যু মানতে পারিনি…’ বললেন অভিনেত্রী

প্রত্যুষা পাল

অভিনেত্রী প্রত্যুষা পাল, একসময় ‘তবু মনে রেখো’ ধারাবাহিকের হাত ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে বহুদিন হল অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী। মাস ছয়েক আগে সায়ন্ত মোদকের সঙ্গে অভিনীত হইচই ওয়েব প্ল্যাটফর্মের একটি মিনি সিরিজ়ে দেখা গিয়েছে তাকে।

তবে কেন অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন প্রত্যুষা? আর কি ফিরবেন না বিনোদন দুনিয়ায়? নাকি হাতে কোন কাজ নেই তার?

এমন অনেক প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রত্যুষার সঙ্গে। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমার শেষ ধারাবাহিক ২০২০ সালে শেষ হয়। তার পরেই লকডাউন। দু’বছর কেউ কোনও কাজ করতে পারেননি। আমিও পারিনি।’

এরপর ২০২২-এ খুব কাছের বান্ধবী পল্লবীর রহস্যমৃত্যু। মাত্র ২৫ বছর বয়সে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল পল্লবীকে। সেই সময় পল্লবী থাকতেন সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। তবে আজও প্রয়াত অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ অজানা।

এই প্রসঙ্গে প্রত্যুষা জানান, ‘পল্লবী খুব কাছের বন্ধু ছিল তো। ওর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে সামলাতে বাধ্য হয়ে কাজ থেকে সরে যাই।’

অভিনেত্রীর কথা স্পষ্ট যে প্রিয় বান্ধবীর মৃত্যুর কারণেই বেশ কিছু দিন ক্যামেরার সামনে না আসার সিদ্ধান্ত নেন প্রত্যুষা। ২০২৪-এ একটি ছবিতে অভিনয়ের কাজ নিয়ে ফিরলেও বিশেষ কোনও সমস্যায় ছবিমুক্তি আটকে যায়।

কাজে ফেরা প্রসঙ্গে প্রত্যুষা জানিয়েছেন, আবারও আগের মত ছোট পর্দায় ফিরতে চান অভিনেত্রী। পাশাপাশি ইন্ডাস্ট্রির বাইরে অন্য কোন কাজের সুযোগে নিজেকে প্রমাণ করতেও প্রস্তুত ‘গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে’ ধারাবাহিকের নায়িকা প্রত্যুষা।