বাংলার সর্বসেরা দুই আইকনিক গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে। সাত দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। সঙ্গীত জগতে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে দুই বোনের মিল দেখার মত।
তবে খেয়াল করেছেন কি? সঙ্গীতজগতের প্রতিষ্ঠিত শিল্পী হওয়া সত্বেও দুই বোনই সবসময় সাদা শাড়ি পড়তেন।
এই প্রসঙ্গে অমৃতা রাও এবং আরজে আনামোলের পডকাস্ট couple of things-এ কথা বলতে গিয়ে আশা ভোঁসলে শেয়ার করেন তাদের জীবনের কিছু অজানা কথা। গায়িকার কথায়, ‘আমি এবং দিদি সবসময় সাদা শাড়ি পরতাম। আমাদের মনে হতো, আমাদের গায়ের রঙের সঙ্গে সাদা রঙ একেবারে উপযুক্ত, তাই সব সময় সাদা রঙকেই আমরা বেছে নিতাম।’
আশা ভোঁসলে আরও জানান, পরবর্তী সময়ে তিনি গোলাপী শাড়ি পরতে শুরু করলেও দিদি (লতা মঙ্গেশকর) কিন্তু কখনও অন্য রঙের শাড়ি পড়েননি। দিদি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশা জানান, বাড়িতে খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করতেন লতাজি। তবে বাড়ির বাইরে তিনি ছিলেন অন্যরকম একজন মানুষ, একেবারে প্রফেশনাল-আইকনিক গায়িকা।