সিরিয়ালপ্রেমীদের ঘরে ঘরে তিনি এখন গোপাল হিসাবে পরিচিত। আশাকরি, বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। বর্তমানে পরিণীতা ধারাবাহিকে তার হাসিমুখ, উপস্থিত বুদ্ধি আর অভিনয়ের জাদুতে মুগ্ধ দর্শক। তবে গোপাল চরিত্রে মৃত্যু দেখিয়ে তার পার্ট শেষ করা হচ্ছে ধারাবাহিকে।
পর্দার গোপালের মৃত্যুতে কাঁদছেন দর্শক, দ্রোণের কাছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? এর আগে ‘কার কাছে কই মনের কাছে’ ধারাবাহিকে নায়ক হয়ে একইভাবে দর্শকের মন জিতেছিলেন অভিনেতা।
আচমকাই জনপ্রিয়তার শীর্ষে থাকা মেগা সিরিয়াল পরিণীতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দ্রোণ মুখোপাধ্য়ায়ের। ঠিক কি কারনে এত ভালো চরিত্র থেকে বেড়িয়ে যেতে চাইলেন অভিনেতা?
টলি ফ্যাক্টসকে দেওয়া সাক্ষাৎকারে দ্রোণ জানান, জনপ্রিয়তার জোয়ারে গা না ভাসিয়ে তিনি বেশি চিন্তিত ছিলেন তাঁর অভিনয় জীবন নিয়ে। ঠাণ্ডা মাথায়, ভেবেচিন্তে এই সিদ্ধান্ত। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কোনও ঝামেলা হয়নি। স্পষ্ট করেন তিনি।
দ্রোণের কথায়, গল্পের যে মোড় এসেছিল সেখানে গোপালের চরিত্র খানিক অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছিল। গল্পে গোলাপের নতুন কিছু কনট্রিবিউশনের জায়গা ছিল না, তাই সরে আসা। রায়ান-পারুলের কর্মজীবন, সেখানকার টানাপোড়নই গত কয়েক সপ্তাহ ধরে পরিণীতার মূলকেন্দ্রবিন্দুতে থেকেছে।
অভিনয়ই তার রুজি-রুটি, নতুন কাজ হাতে না পেয়েও এই চরিত্র ছেড়েছেন দ্রোণ? দ্রোণ বলেন, ‘আমার হাতে কোনও কাজ নেই। এমনটা নয়, আমি অন্য কাজ পেয়ে এটা ছেড়েছি। এটা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি চ্যানেল কর্তৃপক্ষের কাছে থ্যাঙ্কফুল যে তারা সেটা সমর্থন করেছেন’। খানিক আফসোসের সুরে বলেন, ‘এখন হয়ত গোপালকে নিয়ে গল্প এগোলে শো-এর ফোকাস খানিকটা সরে যেত। আমি সেটা মেনে নিয়েছি। আমি কিছু চমৎকার দৃশ্য করেছি।’
নিজের মৃত্যুর দৃশ্যের শ্য়ুটিংয়ের সময় দ্রোণ বলেন, ‘আমি অবাক হয়ে দেখলাম মেকআপ আর্টিস্টরা গ্লিসারিন নিয়ে দাঁড়িয়ে, আমার সহশিল্পীদের দরকার পড়েনি। সবার চোখে জল। এমন একটা টিম পেয়ে আমি কৃতজ্ঞ। আমার আত্মীয়দের চেয়ে সহশিল্পীরা কম নয়। যারা জুনিয়র সবাই জড়িয়ে ধরে বলেছে দ্রোণদা তুমি কেন চলে যাচ্ছো। ওদের খুব মিস করব, যেমন ওরা আমাকে মিস করবে। রুক্মিণী (অন্যন্যা) খুব কান্নাকাটি করেছে’।
ধারাবাহিক থেকে সরে আপতত স্ত্রী-সন্তানকে সময় দিতে চান দ্রোণ। সম্প্রতি বেনারস ঘুরতে যাচ্ছেন সপরিবারে। ফিরে নতুন উদ্যমে কাজে ফিরবেন অভিনেতা।

