‘চোখের বালি’ ধারাবাহিকের ‘বিনোদিনী’ কথা মনে পড়ে? এই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী তানিয়া গাঙ্গুলী। তাঁর অভিনয় প্রতিভা নজর কেড়েছিল দর্শকদের। তাঁর চোখের চাহনীতে মুগ্ধ সকলে। অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও কেন অভিনয় জগত থেকে দূরে সরে গেলেন তানিয়া?
কালার্স বাংলার ‘মা দুর্গা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে হাতেখড়ি। ধারাবাহিকে মা লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই দর্শকের নজরে পড়েন। এরপরে জি বাংলার ‘চোখের বালি’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে সুযোগ। ‘বিনোদিনী’ চরিত্রে তাঁর নজর কাড়া অভিনয় তাঁকে সুযোগ করে দেয় বড়পর্দায়।
বড়পর্দায় ‘রাজকাহিনী’, ‘অতিথি’র মত সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁর চোখের এক্সপ্রেশনই অভিনয়কে সম্পূর্ণ করে দিত। ছোটপর্দাও ‘দুগ্গা দুগ্গা’, ‘জীবন জ্যোতি’, ‘সাত ভাই চম্পা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ মতো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পরে’ তাঁকে সুন্দরী খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল। সবেত্রেই তানিয়া ছিল অসাধারণ।
এরপর আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলকে বিয়ে করে অভিনয় জগত থেকে ব্রেক নেনে এই অভিনেত্রী। আজও দর্শক তাঁকে মিস করেন। এই প্রসঙ্গেই এই সময় ডিজিটাল-কে ‘চোখের বালি’র খ্যাত অভিনেত্রী জানিয়েছেন, ‘গ্র্যাজুয়েশনের সময় অভিনয় শুরু করেছিলেন অভিনেত্রী। এখন আপাতত সংসারের পাশাপাশি মন দিয়ে পড়াশুনো করছেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছেন”।
View this post on Instagram