বাংলা টেলিভিশনের এমন কিছু ধারাবাহিক রয়েছে যা বাঙালিদের মনে গেঁথে থাকবে আজীবন। তাদের মধ্যে একটি হল স্টার জলসার ‘মেম বউ’। যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ চক্রবর্তী।
ধারাবাহিকটি বাংলা টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে নায়িকা বিনীতা। সোনালি চুল, নীল চোখ আজও সেই বিদেশিনী মেমকে দর্শক মনে রেখেছে। তবে একটাই সিরিয়াল করেই ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান বিনীতা। একাধিক অফার গেলে তিনি ফিরিয়ে দেন।
আচমকাই গেন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে দিলেন বিনীতা। সামনে এলো সেই আসল কারণ। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই তা শেয়ার করে নিলেন।
সিটি সিনেমার সাক্ষাৎকারে বিনীতা জানিয়েছেন, ‘আমার কাছে তখন পরপর কাজ, একাধিক অফার এসেছিল মেম বউয়ের পর। কিন্তু সেই সময় আমার তিন বছরের ভালোবাসা বিচ্ছির ভাবে শেষ হয়। প্রেমিকের পরিবার থেকে বিয়ে ঠিক করল। আমার মন ভেঙে দিল। বাজে ভাবে ঠকাল। তিন বছর ধরে এত ভালো সম্পর্ক, আমার সঙ্গে শুধু নয় আমার পরিবারের সঙ্গে। কথা ছিল মেম বউ শেষ হলেই আমরা বিয়ে করব। হঠাৎ করেই, সিরিয়াল চলতে চলতেই আমাকে হঠাৎ করে ওর একটা বন্ধু বলল, তোর প্রেমিকের পরের সপ্তাহে বিয়ে। আমার মনে হল, আমাদের এতদিনের সম্পর্ক। আমাকে একবার নিজে জানাল না। আমি সেই সময় কেমন একটা হয়ে যাই, অবসাদে চলে যাই। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ভীষণ। দিনরাত বিছানায় পড়ে পড়ে কাঁদতাম। হ্যালুসিনেট করতাম, আমার সঙ্গে এরকম হতে পারে না! আমি ভাবতাম, আমি কি এতটাই খারাপ! নিজেকে কেমন অযোগ্য মনে হত।’
অভিনেত্রী আরও বলেন, ‘এরপরই কলকাত ছাড়ার সিদ্ধান্ত নিই। চাকরি নিয়ে মুম্বাইয়ে চলে যাই কারণ অমি না অভিনয় করতে পারতাম না তখন। শুধু মনে হচ্ছিল শহর ছেড়ে পালাতে চাই। এরপর একটি আন্তর্জতিক মিডিয়া হাউজে নিউজ অ্যাঙ্কারের জন্য ইন্টরভিউ দিতে চলে যাই মুম্বই।’