‘আমি আর পিছিয়ে যেতে চাই না’, তবে কি ছোট পর্দায় ফিরতে চান না অনন্যা? ধারাবাহিক সম্পর্কে কেন এমন মন্তব্য করলেন অনন্যা

অনন্যা চট্টোপাধ্যায়

‘সুবর্ণলতা’ ধারাবাহিকের পর বেশ কয়েক বছর সেভাবে ছোট পর্দায় দেখা যায়নি তাকে। এরপর শেষবারের মত ছোটপর্দার দর্শক তাকে দেখে ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে। কথা হচ্ছে টলিউড অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় কে নিয়ে। ২৩ জানুয়ারি মুক্তি পেল নায়িকার নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

বড়পর্দায় দেখা মিললেও ছোট পর্দা থেকে কেন দূরে অনন্যা? এই প্রসঙ্গে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, “সিরিয়ালের কনটেন্ট এখন অনেকটাই রিগ্রেসিভ হয়ে গিয়েছে। যদিও তা বলে কি সিরিয়াল চলছে না? টিআরপি আসছে। এত মানুষ দেখছেন। কিন্তু আমরা যখন সিরিয়ালে অভিনয় করেছি তখনও অনেক প্রগতিশীল বিষয়বস্তু নিয়ে আমরা কাজ করেছি। আমি আর পিছিয়ে যেতে চাই না। আবার পিছিয়ে যেতে চাই না। আবারও যদি সুবর্ণলতার মতো কাজ হয় মানে যখন ওই কনটেন্ট দর্শক দেখেছিলেন তখন কিন্তু সুবর্ণলতার মতো কাজ হচ্ছিল না চারিদিকে। তেমন কিছু হলে আমি অবশ্যই করব।”

একেবারে যে ছোটপর্দায় ফিরবেন না এমনটা বেশ স্পষ্ট অভিনেত্রীর কথায়। ভালো গল্প, চরিত্রে অভিনয় করার সুযোগ পেলে অবশ্যই আবারও ছোটপর্দায় ফিরবেন এমনটাই আশ্বাস দেন অভিনেত্রী।