অভিনয় জীবনের প্রায় সাড়ে সাত বছর পার তবুও অভিনেত্রী পল্লবী শর্মার থলেতে মাত্র দুটো মেগা। তাও সুপারহিট। প্রথম ধারাবাহিক ‘কে আপন কে পর’ চলেছে প্রায় পাঁচ বছর আর দ্বিতীয় ‘নিম ফুলের মধু’ সম্প্রচার হয়েছে প্রায় আড়াই বছর।
তবে এবার ছোটপর্দায় ফিরতে বেশি সময় নেননি। পর্দায় আসছে তার নতুন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’। ইতিমধ্যে তার প্রোমো পর্দায় হিট। দর্শকের মন জিতে নিয়েছে কনসেপ্ট।
বর্তমানে মেগা ধারাবাহিকের মেয়াদ ৩ থেকে ৯ মাস। সেই জায়গায় কীভাবে পল্লবীর অভিনিতি ধারাবাহিক এত জনপ্রিয়তা পায় টিভির পর্দায়?
আনন্দবাজার অনলাইনের কাছে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আমার মনে হয়, একটা কাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গেই নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে নেই। আমার প্রথম ধারাবাহিক চলেছিল পাঁচ বছর। পরেরটা সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছরেরও বেশি সময়। প্রতি দিন টানা ১৪ ঘণ্টা একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক সময় অজান্তেই আমরা সেই চরিত্রে যাপন শুরু করি। সেই খোলস থেকে বেরিয়ে আসা জরুরি।”
পল্লবীর কথায়, “মানুষকেও আগের চরিত্র ভোলার সময় দিতে হবে। সেটা খুব জরুরি। তবে জানি না, ঠিক কী কারণে ধারাবাহিক হিট হয়। তবে এই প্রক্রিয়া আমার জন্য খুব কাজ করে।”

