গত কয়েকমাস ধরেই টলিপাড়ায় চর্চার শিরোনামে রয়েছে যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ। খাতা-কলমে ডিভোর্স না হলেও, দীর্ঘদিন যাবদ আলাদাই থাকছেন যিশু-নীলাঞ্জনা। আর এরই মাঝে নীলাঞ্জনা কে বলতে শোনা গেল, ‘স্মৃতি নিয়ে থাকব’। তবে কি স্বামীর সঙ্গে কাটানো স্মৃতি আঁকড়েই বাঁচতে চান নীলাঞ্জনা?
সম্প্রতি টলি টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলাঞ্জনাকে বলতে শোনা যায় এই কথা। তবে ‘স্মৃতি নিয়ে থাকব’ কথাটি সে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেননি। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’-এর শুটিং, আর শ্যুটিংয়ের শেষ দিনে নীলাঞ্জনার পাশে তার দুই মেয়েকে দেখা গেলেও দেখা মেলেনি যীশুর। ধারাবাহিকের পথচলা শুরু হয়েছিল যিশু উজ্জ্বল প্রোডাকশনের হাত ধরে। সেইসময় যদিও নীলাঞ্জনার পাশে ছিলেন যীশু।
তাই ধারাবাহিকের সফর শেষে সেই সমস্ত স্মৃতি মনের মণিকোঠায় রাখতে চান নীলাঞ্জনা। এই মুহূর্তে যদিও তার নিজস্ব প্রোডাকশন হাউস ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’এ চলছে জি বাংলার মেগা ‘আনন্দী’। এর মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ নীলাঞ্জনা।