সেরা নায়ক-নায়িকা থেকে শুরু করে সেরা পরিবার! কে কোন পুরষ্কার পেল সোনার সংসার ২০২৫ -এ

 সোনার সংসার

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড মানেই এক অন্যরকমের উন্মাদনা কাজ করে অভিনেতা-অভিনেত্রীদের মনে। সেইসাথে অপেক্ষা থাকে দর্শকমহলও। গত ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হলো জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫।

বেশ কিছুদিন ধরে টিভির পর্দায় অনুষ্ঠানের প্রোমো প্রচার দেখা গেলেও এখনও অনুষ্ঠানের সম্প্রচার হয়নি। তবে এরই মাঝে নানা ফ্যান পেজের তরফে প্রকাশ্যে এসেছে সেরা নায়ক-নায়িকা সহ বাকি বিজেতাদের নাম।

সে রা নায়িকার খেতাব পেলেন নিম ফুলের মধুর পর্ণা ওরফে পল্লবী শর্মা এবং জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। সেরা জনপ্রিয় সিরিয়াল ও সেরা পরিবার হিসাবে পুরস্কার পেয়েছে ‘নিম ফুলের মধু’ দত্তবাড়ি।

প্রিয় বৌমার খেতাব পেলেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য। প্রিয় স্বামী হিসেবে পুরস্কার পেয়েছেন মিত্তির বাড়ির ধ্রুব ওরফে আদৃত রায় ও পরিণীতার রায়ান ওরফে উদয় প্রতাপ সিং। প্রিয় ছেলে হলেন কোন গোপনে মন ভেসেছে’র অনিকেত ওরফে রণজয় বিষ্ণু ও অমর সঙ্গীর রাজ ওরফে নীল ভট্টাচার্যকে পুরস্কার দেওয়া হয়েছে।। প্রিয় মেয়ে হলেন পরিণীতার পারুল এবং মিত্তির বাড়ির জোনাকি।

প্রিয় বউ হলেন ফুলকি এবং অমর সঙ্গীর শ্রী। সেরা ননদ হিসেবে পুরস্কার পেয়েছে নিম ফুলের মধুর বর্ষা। সেরা জা হিসেবে পুরস্কার পেয়েছেন নিম ফুলের মধুর মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত। সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছে ইশা,ফুলকির শালিনী এবং মিঠিঝোরার নিলু।