সেরা নায়ক-নায়িকা থেকে শুরু করে সেরা জুটি! কে কোন পুরষ্কার পেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫-এ

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড

জি-বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের পর চলে এলো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৫। গতকাল ২০ ফেব্রুয়ারি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ফাংশন। প্রতিবারের মত এবারেও সেরার সেরা পেল যোগ্য সন্মান।

স্টার জলসার পর্দায় সেরা জুটির পুরষ্কার ছিনিয়ে নিল কথা ধারাবাহিকের কথা ও অগ্নি ওরফে সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে। প্রিয় বউ-এর সম্মানও পায় কথা, অন্যদিকে পপুলার চয়েস প্রিয় নায়কের পুরষ্কার পায় এভি।

টিআরপি টপার গীতা এলএলবি-র তরফেও ছিল বেশ কয়েকটি পুরষ্কার। মিষ্টি সম্পর্ক, প্রিয় বউমা-র সম্মান পেলেন গীতা অর্থাৎ হিয়া মুখোপাধ্যায়। প্রিয় বর ‘স্বস্তিক’ কুণাল শীল।

জলসা পরিবারে স্টাইল আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে ঝিলিক নন্দিনী দত্তকে। নতুন সদস্য হিসাবেও পুরষ্কার পায় তিতীক্ষা।

‘প্রিয় মা’ ও ‘চলো পাল্টাই’-এর পুরষ্কার তুলে দেওয়া হয়েছে অনুরাগের ছয়া’র দীপা ওরফে স্বস্তিকার হাতে। আগামীর স্টার ও প্রিয় বোন হিসাবে প্রস্কার পায় রূপা ওরফে সাইনা চট্টোপাধ্যায়।

প্রিয় শাশুড়ি ক্যাটাগরি থেকে বেছে নেওয়া হয়েছে দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের শাশুড়ি অদিতি চ‍্যাটার্জিকে। জলসা অ্যাওয়ার্ডসে জুরি চয়েস প্রিয় নায়কের সন্মান পায় উড়ান ধারাবাহিকের মহারাজ অর্থাৎ প্রতীক। আদর্শ দম্পতি-র সম্মানও পায় পূজা- মহারাজ জুটি।

প্রিয় জামাই ও স্টাইল আইকন হিসাবে বেছে নেওয়া হয়েছে রোশনাই-এর নায়ক আরণ‍্যক ওরফে শন বন্দ্যোপাধ্যায়কে।