দেবাদৃতা বসু এবং দেবপ্রিয়া বসু, এই মুহূর্তে দুইজনেই একসঙ্গে দুই চ্যানেলের ফেমাস ভিলেন। সম্পর্কে দুই বোন হলেও ভিলেন চরিত্রে বাংলা ধারাবাহিকের জগতে বেশ চর্চিত দেবাদৃতা-দেবপ্রিয়া।
এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাই এর বোন নীলু চরিত্রে নিজের জায়গা পাকা করে নিয়েছেন দেবাদৃতা বসু। অন্যদিকে দেবপ্রিয়া, স্টার জলসার অন্যতম হিট মেগা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য-দীপার মেয়ে সোনার চরিত্রে অভিনয় করছে। যদিও সেখানে তাকে নেগেটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা যাচ্ছে।
দুই বোনের একসঙ্গে নেগেটিভ চরিত্রে অভিনয় করা যেন সিরিয়াল প্রেমী দর্শকের কাছে বিষয়টি বেশ মজাদার হয়ে উঠেছে। নেটদুনিয়ায় তাদের নিয়ে ট্রোল করে কেউ কেউ বলেছেন, সিরিয়াল দুনিয়ায় দুই বোন একসঙ্গে নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে।
উল্টোদিকে দেবাদৃতা এবং দেবপ্রিয়ার ভিলেন চরিত্রে অভিনয় মন কেড়েছে দর্শকের। বলা বাহুল্য খলনায়িকার চরিত্রে অভিনয় করাটা যে অতটাও সহজ নয় তা আরও একবার প্রমাণ করে দিল দেবাদৃতা-দেবপ্রিয়া।
সূত্রঃ https:// tollygossip. com /