সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কে থাকবেন? নিজেই বাছলেন কন্যা সানা

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির কথা এর আগেই আপনাদের জানিয়েছি। তবে এবারে জানা যাচ্ছে চলতি বছরেই সিনেমার শ্যুট শুরু হয়ে যেতে পারে। জানা যাচ্ছে জুলাইয়ের শেষে শ্যুটিং শুরু হবে, আর প্রথম কাজ হবে কলকাতাতেই।

বায়োপিকের পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন দাদা। স্ক্রিপ্ট তৈরির কাজও প্রায় শেষ। বাংলার মহারাজের বায়োপিক বলে কথা, তাতে অভিনয়ের জন্য কাকে বেছে নেওয়া হবে এই নিয়েও যথেষ্ট কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রথমে রণবীর কাপুরের নাম শোনা গেলেও এই মুহূর্তে আয়ুষ্মানের নামই এগিয়ে এসেছে দাদার চরিত্রে অভিনয়ের জন্য। তবে আয়ুষ্মানের নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়নি এখনও।

সৌরভ গঙ্গোপাধ্যায়

উল্টোদিকে ডোনা গাঙ্গুলির চরিত্রে কে থাকবে সেই নিয়েও তৈরি হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে সৌরভ জানিয়েছিলেন, মেয়ে সানার পছন্দ মায়ের চরিত্রে অভিনয় করুক অ্যানিম্যাল-খ্যাত তৃপ্তি দিমরি। তবে সূত্রের খবর, স্ক্রিপ্টের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, ততক্ষণ কোন চরিত্রকেই চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। সম্ভবত মার্চের প্রথম সপ্তাহতেই কারা কারা থাকবে এই বায়োপিকে তা স্থির করা হবে বলে জানা যাচ্ছে।