সম্প্রতি কিছুদিন আগেই স্টার জলসার পরশুরাম ধারাবাহিকে খুদে শিশুশিল্পীর উপর হওয়া মানসিক অত্যাচারে ঝড় উঠেছিল নেটপাড়ায়। অবশেষে মানসিক অত্যাচারে শেষমেশ হার মানল একরত্তি শিশু অভিনব বিশ্বাস। যার জেরে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে এলেন খুদে তারকা লাট্টু ওরফে অভিনব।
পুরো ঘটনায় অভিযুক্ত ধারাবাহিকের নায়িকা তৃণা সাহা। গত কয়েক মাস ধরে শুটিং সেটে তৃণার ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অভিনব’র।
একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিয়োতে দেখা যায়, একটি দৃশ্যের ব্লকিং বোঝাচ্ছেন পরিচালক— কে কোথায় দাঁড়াবে, কী সংলাপ বলবে, সবটা নিয়েই আলোচনা হচ্ছে। ঠিক সেই সময় নায়িকা তৃণা মজা করতে শুরু করেন অভিনবকে নিয়ে। অভিনবের পরিবারের দাবি, এতে লুকিয়ে আছে কটাক্ষ। আর এমনটা বহুদিন ধরেই নাকি হয়ে আসছে।
অভিনব’র দাবি, ‘ক্রমাগত হয়রানি আর অপব্যবহারের শিকার হতে হতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। শো ছাড়ার সিদ্ধান্ত আমার মা-বাবার, কারণ আমার জন্য তাঁরাও মানসিক উদ্বেগে ভুগছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি।’
শুরু থেকেই নায়ক-নায়িকা ছাড়াও এই ধারাবাহিকের প্রানভোমরা দুই শিশুশিল্পী লাট্টু আর পিকু। সেক্ষেত্রে লাট্ট ওরফে অভিনব ধারাবাহিক ছাড়তেই দর্শকের দাবি লাট্ট চরিত্রে অভিনবকে ছাড়া আর কাউকে মেনে নেওয়া যায়না। এতদিন তাকে খুব মিসও করছিলেন দর্শকরা।
তবে এবার দর্শকদের জন্য সুখবর। ফিরতে চলেছে লাট্ট। তাহলে কি নতুন কোনো শিশুশিল্পীকে লাট্টুর চরিত্রে ফেরাবে প্রযোজনা সংস্থা? জানা যাচ্ছে যে, কোনো নতুন মুখ নয়, বরং ধারাবাহিকে ফিরবেন স্বয়ং অভিনবই।
এমনকী, তৃণার উপর অভিযোগ তোলা সেই ভিডিয়োটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, আপাতত প্রযোজনা সংস্থার মধ্যস্থতায় তৃণা-অভিনব’র ভুল বোঝাবুঝির জট কেটেছে। খবরটা প্রকাশ্যে আসতেই খুশিতে ভাসছে ছোট্ট লাট্টর অনুরাগীরা।

