এমনও হয়! অবিকল সুচিত্রা সেন… দিদি নম্বর ওয়ানের মঞ্চে কাকে দেখে চমকে উঠলেন রচনা?

দিদি নাম্বার ওয়া

‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে চোখের সামনে মহানায়িকা সুচিত্রা সেনের ঝলক দেখে চমকে উঠলেন রচনা। সত্যিই কি মহানায়িকাকে দেখলেন রচনা? এমনও হয়! নাকি অবিকল সুচিত্রা সেনের প্রতিচ্ছবি দেখে চমকে গেলেন রচনা?

কিছু মাস আগে একটি ফটোশুট করে সকলকে চমকে দিয়েছিলেন আরাত্রিকা। অবিকল সুচিত্রা সেনের লুকে দর্শকের নজর কেরেছিলেন মিঠিঝোরা’র রাই ওরফে আরাত্রিকা। তবে অভিনেত্রীর সেই ছবি যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাবে, সেটা বোধহয় স্বপ্নেও চিন্তা করতে পারেননি আরাত্রিকা।

আগামী ১০ আগস্ট বিশেষ অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘দিদি নাম্বার ওয়ান’ স্পেশাল সানডে ধামাকা। আর এই পর্বেই আরাত্রিকার সেই ভাইরাল লুক দেখে বাকি সকলের মতোই চমকে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও।

সুচিত্রা সেন এবং আরাত্রিকা মাইতির ছবি পাশাপাশি দেখে তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না, দুটি মানুষের ছবি কীভাবে এতটা মিলে যেতে পারে?

দিদি নাম্বার ওয়ান

এদিনের মঞ্চে শুধু আরাত্রিকা নন, দিদি নাম্বার ওয়ান প্রতিযোগী হয়ে এই সপ্তাহে আসবেন অমৃতা চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।