দাদাগিরি’তে এই ছোট খুদে সদ্য শেষ হওয়া বাংলা সারেগামাপা’র জনপ্রিয় প্রতিযোগী, কে বলুন তো?

আরাত্রিকা সিনহা

ছবিতে এই ছোট খুদে বাংলা সারেগামাপার একজন জনপ্রিয় প্রতিযোগী। যে নিজের সুরেলা কণ্ঠে দর্শকের মন জিতেছিলেন। পেয়েছিলেন ‘খুদে কমরেডে’র তকমা। সকলেই ভেবেছিল সে বিজয়ী হবে তবে একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। যদিও পেয়েছেন কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড।

আশাকরি এবার বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই ছোট মেয়েটি সারেগামাপা’র খ্যাত প্রতিযোগী আরাত্রিকা সিনহা। সারেগামাপা না জিতলেও একাধিক শোয়ে ডাক পাচ্ছেন আরাত্রিকা। ইতিমধ্যে সিনেমায় প্লে ব্যাক করেছে।

সম্প্রতি নিজের ছোটবেলার এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন আরাত্রিকা। সারেগামাপা আসার অনেক আগেই দাদাগিরি’তে অংশ নিয়েছিল সে। আর সেই স্মৃতি সামাজিক পাতায় ভাগ করে আরাত্রিকা লেখেন, ‘তখন আমার প্রথম শ্রেণী l দাদাগিরিতে গিয়েছিলাম l’