ছবিতে এই ছোট্ট খুদে বর্তমানে বাংলার জনপ্রিয় অভিনেত্রী, বলুন তো কে?

রুক্মিণী মৈত্র

ছবিতে মায়ের পাশে বসে ছোট্ট খুদে। মা তাকে খাবার খাইয়ে দিচ্ছেন, খেতে খেতেই ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন মা ও মেয়ে। ছবিতে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই ছোট্ট খুদেই আজ টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা।

ছবির শিশুটি আর কেউ নন পর্দার বিনোদিনী ওরফে, অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২ মার্চ ছিল রুক্মিণী মৈত্রর মায়ের জন্মদিন। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানেই মায়ের সাথে ছোটবেলার এই ছবিও পোস্ট করেছেন রুক্মিণী।

ছবিতে সোনালি রঙের ফ্রক পরে মাটিতে বসে মায়ের হাতে খাবার খাচ্ছেন রুক্মিণী। ছবিটি পোস্ট করে ক্যাপশনে রুক্মিণী লেখেন,’আমায় যে খাইয়েছে, পথ দেখিয়েছে, বড় করেছে আমার সেই রানিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আমায় সবসময় আমার পাশে থাকার জন্য, যখন আমার সব থেকে বেশি দরকার সেই সময় আগলে রাখার জন্য। শুভ জন্মদিন আমার বিশ্ব।’ ছেলেবেলার আর অনেক ছবি পোস্ট করেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)