খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মনে জায়গা দখল করে মিঠাই ধারাবাহিক। মিঠাইয়ের সাবলীল অভিনয় বাংলা দর্শকের নজর কাড়ে।
মিঠাই ধারাবাহিকে মিঠাইয়ের আসল নাম সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মেয়ে।
বারাসাত গার্ল’স হাই স্কুলের ছাত্রী ছিলেন সৌমিতৃষা কুন্ডু। বারাসাতেই বড় হয়ে ওঠেন ধারাবাহিকের মিঠাই।
রিল লাইফে দশভুজা হলেও রিয়েল লাইফে একদম আদুরে মেয়ে মিঠাই।
সেন্ট পলস’ কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হন, তবে কাজের চাপে ফার্স্ট ইয়ারের পর কলেজে পড়াশুনো করা হয়নি।
বর্তমানে প্রাইভেটে ইংরেজি অনার্স নিয়ে থার্ড ইয়ারে পড়ছেন অভিনেত্রী। ছোট থেকে নাচ শিখতেন, নাচের প্রতি ভীষণ প্যাশনেট তার।
View this post on Instagram
ডান্সার হবার স্বপ্ন নিয়ে কলকাতায় আসা।
স্কিন কেয়ার ব্র্যান্ডয়ের হয়ে মডেলিং করতেন সৌমিতৃষা। সেখান থেকে অভিনয়ের প্রথম সুযোগ। ধারাবাহিক ‘গুরুদক্ষিণা’তে খলনায়িকার চরিত্রে তাঁর প্রথম অভিষেক।
বাস্তবে সৌমিতৃষা খুব চঞ্চল মেয়ে। বন্ধুদের সাথে সময় কাটাতে বেশ ভালোবাসেন তিনি। প্রায়ই কাজের ফাঁকে সময় বার করে বন্ধুদের সাথে ঘুরে বেরায়।