পর্দার জুটি এবার বাস্তবে! চুপিসারে কার সাথে প্রেম করছেন ‘পরিণীতা’র মল্লার ওরফে রিয়াজ লস্কর?

রিয়াজ লস্কর

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ ঘিরে দর্শকদের উত্তেজনা যতটা না তার থেকেও বেশি কৌতূহল ধারাবাহিকের জনপ্রিয় জুটি শিরিন-মল্লার ওরফে রিয়াজ লস্কর এবং সুরভি মল্লিক-কে ঘিরে। পর্দায় রোম্যান্স থাকুক বা না থাকুক, বাস্তবে কি একে অপরের প্রেমে পড়েছেন রিয়াজ-সুরভি।

সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে সময় কাটানোর নানা ছবি, রিল ও পোস্ট ক্রমশ কৌতূহল বাড়িয়ে তুলেছে দর্শকমনে। তবে অবশেষে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রিয়াজ লস্কর নিজেই।

রিয়াজের কথায়, ‘আমি আর সুরভি একে অপরের খুব ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে আমরা নিজেরাই একে অপরকে শেয়ার করি আর হাসি! শুধু সুরভি নয়, উদয়, অনামিকা—আমরা সবাই মিলে খুব ভাল সময় কাটাই। কাজের সূত্রে আমরা কাছাকাছি এসেছি, কিন্তু বন্ধুত্বটা একেবারে খাঁটি। প্রেম? না রে ভাই, কিছুই না।’

রিয়াজ লস্কর

রিয়াজ আরও বলেন, ‘দর্শক ভাবতেই পারেন, কিন্তু আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। কাজ করতে করতে যে সংযোগ তৈরি হয়, সেটা নিয়েই আমরা খুশি। কিছু কিছু বন্ধুত্ব থাকে, কিছু থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি, সুরভির সঙ্গে আমার বন্ধুত্বটা থাকবে অনেকদিন।’