“সেদিন জুতো মারা হয়েছিল আজ গালাগাল করছে…”, আচমকা কার উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন কাঞ্চনা?

কাঞ্চনা মৈত্র

বাংলা সিরিয়াল কিংবা ছবি, ভিলেন চরিত্রে বরাবরই জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। নেগেটিভ চরিত্রে অভিনয় করেই পর্দায় যেভাবে নিজেকে খলনায়িকার চরিত্রে ফুটিয়ে তুলেছেন কাঞ্চনা তা সত্যি মুগ্ধ করেছে দর্শকদের।

বেশকিছু দিন আগেই শিয়ালদহ স্টেশনে এক দম্পতির সাথে ঝামেলার ভিডিও ব্যপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও সেটি অভিনেত্রীর আগামী ছবির একটি অংশ শুটিং হচ্ছিল। তবে এবারে অভিনেত্রীর এক বেফাঁস মন্তব্য নিয়ে চর্চা একেবারে তুঙ্গে।

কাঞ্চনার মন্তব্য, ‘সেদিন জুতো মারা হয়েছিল আজ আমায় গালাগাল করছে।’ আচমকা কেন এমন বললেন অভিনেত্রী? কার উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন কাঞ্চনা? এক সাক্ষাৎকারে কাঞ্চনা বলেন,

“শিয়ালদা স্টেশনের ভিডিওটা যখন ভাইরাল হয়েছিল তখন আমি অনেক রকম কমেন্ট পড়েছিলাম ভিডিওতে। অনেকেই বুঝতে পেরেছেন ওটা ছবির শুটিং অনেকে আবার আসল ঘটনা ভেবে নিয়েছেন। তবে তার মধ্যে থেকে একটা কমেন্ট আমাদের পুরো টিমের নজর কেড়ে নিয়েছিল।”

“ওই কমেন্টে লেখা ছিল, ‘এক সময় ৪২ এ অভিনয় করার জন্য বিকাশ রায়কে জুতো মারা হয়েছিল। আজ আপনাকে যে গালাগালি করা হচ্ছে ভাববেন এটা আপনার পুরস্কার।’এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছিল।”

“আমি ক্লান্ত অবস্থায় যখন এই কমেন্টটা শুনছি তখন আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। আজ মানুষজন এত কমেন্ট করছেন হয়তো উৎসাহ দেখাচ্ছেন বলেই আমরা সকলে কাজ করার উৎসাহ পাচ্ছি। তাই সকলের কমেন্ট আমি মাথায় তুলে রাখি।”