‘আমি ক্ষমা করার কে?…আমার কারো প্রতি রাগ নেই…’, মুখ খুললেন যিশুর প্রাক্তন পত্নী নীলাঞ্জনা শর্মা

নীলাঞ্জনা শর্মা

যিশু সেনগুপ্তের সঙ্গে ঘর ভাঙার পর এখন দুই মেয়েকে নিজেই জীবন কাটাচ্ছেন নীলাঞ্জনা। সম্প্রতি ‘সিঙ্গল’ মা হিসাবে নিজের যাত্রা ভাগ করে নিলেন সাক্ষাৎকারে।

নীলাঞ্জনা তার প্রোডাকশনের নাম রেখেছেন দুই মেয়ের নামে। নিজে হাতেই সামলাচ্ছেন। বড় মেয়ে পা রেখেছে মডেলিংয়ে, ছোট মেয়ে এখনো স্কুল ছাত্রী। আনন্দবাজার ডট কমের কাছে অভিনেত্রী জানান, “এখন অনেক ভাল পরিস্থিতিতে আছি আমি। এক বছর আগেও পথ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তার পরে ‘নিন্নি চিন্নিজ় মাম্মা প্রোডাকশন’ তৈরি করার পরে দিশা পেয়েছি। তখন মুম্বইয়ে সারাকেও থিতু করার ব্যাপার ছিল। খুব ব্যস্ততা গিয়েছে। জ়ারার ‘মিড্ল স্কুল’ শুরু হচ্ছিল। বাবা তখন অসুস্থ। সব মিলিয়ে সময়ই ছিল না। এত কাজ থাকলে, তখন বাড়িতে বসে কান্নাকাটি করার সময় থাকে না।”

৫০ বছরের জন্মদিনে মহাকুম্ভে গিয়েছিলেন নীলাঞ্জনা আর সেটা তার জীবন মোড় ঘুরিয়ে দেয়। কাশী বিশ্বনাথ, কালভৈরব, হনুমানজির দর্শন নাকি তার মনে শান্তি দিয়েছে। আধ্যাত্মিকতায় কথার প্রসঙ্গে বলতে গিয়ে যিশুর প্রাক্তন স্ত্রী বলেন, “আমি ক্ষমা করার কে? রাগ পুষে না রাখাই কাম্য। জীবন শেষ হয়ে যায়নি। প্রত্যেকের জীবনেই অনেক কিছু ঘটে। কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমার জীবনে যা আছে, তাতেই খুব খুশি। আমার কারও প্রতি কোনও রাগ নেই, কোনও আফসোস নেই।” আপাতত সারা আর জারা দুই মেয়েকে নিয়ে খুশিতে আছেন তিনি।