বাংলা টেলিভিশনের অসমবয়সী প্রেমের গল্প এর আগে অনেক হয়েছে। তবে জনপ্রিয়তা পেয়েছে খুব কম সংখ্যক। তাদের মধ্যে দর্শকের পছন্দের দুটি ধারাবাহিক হল স্টার জলসার ‘গোধূলি আলাপ’ এবং জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’।
স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিক বহুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে। এই মেগা ধারাবাহিকে অভিনয় করেছিলেন নবাগতা অভিনেত্রী সোমু সরকার এবং অভিনেতা কৌশিক সেন। নোলক আর অরিন্দমের অসম বয়সী প্রেমের কাহিনী দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন পর্দায়। রাজ চক্রবর্তীর এই মেগা সোশ্যাল মিডিয়ায় চর্চায় ছিল।
সোমু সরকার আর কৌশিক সেনের মধ্যে বয়সের বিস্তার ফারাক থাকলে তাদের অভিনয় খুব সুন্দর ভাবে পর্দায় জুটিটিকে সফল করে তুলেছিল।
বর্তমানে অসমবয়সী প্রেমের গল্প আপনারা দেখতে পারছেন পর্দায়। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় দর্শকের চোখ থাকে জি-বাংলার পর্দায়। হ্যাঁ, ‘চিরদিনই তুমি যে আমার’ এই ধারাবাহিক এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। অসংখ্য ফ্যান পেজ চোখে পড়ে এই মেগার।
জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের অভিনীত এই মেগা এখন ‘টক অফ দ্যা টাউন’। বাস্তবে জিতু আর দিতিপ্রিয়া বয়সের ফারাক প্রায় ১০ বছরের। তবে পর্দায় সেই ফারাক একেবারেই চোখে পড়ছে না। কারণ পর্দায় যেন তাদের দেখে মনে হয় তারা পারফেক্ট জুটি। জিতু আর দিতিপ্রিয়ার অভিনয় আর্য আর অপর্ণার জুটি সার্থক করে তুলেছে।