বাস্তবে কোন নায়িকার সঙ্গে প্রেম করছেন ছোটপর্দার অনির্বাণ ওরফে সুমন দে?

সুমন দে

দর্শকের ভালোবাসায় পর্দায় ভালোই সাড়া ফেলেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের রাই-অনির্বাণের জুটি। বাস্তব জীবনেও মনের মানুষের হদিস পেয়েছেন গল্পের নায়ক অনির্বাণ ওরফে অভিনেতা সুমন দে।

টলিপাড়ার কানাঘুষো অনুযায়ী, ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেত্রী শীর্ষা গুহঠাকুরতার সঙ্গে নাকি প্রেমের জড়িয়েছেন সুমন। শুটিং ফ্লোরেই আলাপ সেখান থেকে বন্ধুত্ব তারপর প্রেম। মাঝে মধ্যেই তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় শেয়ার করতে দেখা যায়।

সুমন দে

প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই মুখ না খুললেও একে অপরকে ‘বিশেষ বন্ধু’ বলেই পরিচয় দেন সুমন- শীর্ষা। এর আগে কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন সুমন ও শীর্ষা।