জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে বড় লিপ নিচ্ছে। যার প্রোমো ইতিমধ্যে টিভির পর্দায় চলে এসেছে। এতদিন জানা যাচ্ছিল জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা চরিত্রে দেখা যাবে ভানুমতি খেলের অভিনেত্রী শ্রেয়সী দাসকে। তবে আসল চমক ছিল নতুন প্রোমোতে।
প্রোমো আউট হওয়ার পর জানা গেল জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রী’র মেয়ে দুর্গার চরিত্রে অভিনয় করবেন জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিকই। দ্বৈত চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা। তবে দুর্গার নায়ক কে হবে? এই নিয়ে বেশ জল্পনা চলছে।
এই চরিত্রে বেশ কিছু জনপ্রিয় নায়কের নাম উঠে এসেছে। কানাঘুষো শোনা যাচ্ছে, দুর্গার নায়ক হিসাবে দেখা যেতে পারে অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জিকে। যিনি কে আপন কে পর, আয় তবে সহচরী ধারাবাহিকে।