সত্যিই গুণী অভিনেত্রী! ছোটপর্দা হোক বড়পর্দা, ইধিকার প্রশংসায় বাংলার মানুষ

ইধিকা

ছোটপর্দার রঞ্জা গুটি গুটি পায়ে এগোচ্ছে ক্যারিয়ারের সাফল্যের পথে। যদিও এই মুহূর্তে তিনি একজন সফল অভিনেত্রী। ছোটপর্দায় অভিনয় করে ইধিকা যেই পরিমাণ ভালোবাসা অর্জন করেছিল, তার দ্বিগুণ প্রশংসা পাচ্ছেন বড়পর্দায়।

পিলু ধারাবাহিকে রঞ্জার অভিনয় ছাপিয়ে গিয়েছিল নায়িকার অভিনয়কেও। সিরিয়াল প্রেমীরা বলে থাকেন ইধিকা চোখের এক্সপ্রেশনে নাকি অভিনয় ফুটে ওঠে। অন্যদিকে বাংলাদেশের ‘প্রিয়তমা’ ছবিতে তার অভিনয় দেখে কেঁদে ফেলেছিলেন দর্শক।

ফের আবারও বড় চ্যালেঞ্জের মুখে ইধিকা। দেবের নতুন ছবির ‘খাদান’-এর নায়িকা। ফের আবারও পরীক্ষার মুখে তিনি। ছবিটি মুক্তি পাওয়ার আগেই কিন্তু ইধিকাকে দশে দশ দিচ্ছেন বাংলার মানুষ। কিছুদিন আগে এই ছবির একটি গান ‘কিশোরী’ মুক্তি পায়, যা ২৪ ঘণ্টার মধ্যে ট্রেন্ডিং-এ উঠে আসে। ইধিকা আর দেবের রোম্যান্টিক গানে এখন বুঁদ গোটা বাংলার মানুষ। বলাই যায় ‘খাদানে’র এই গান বাংলা কাঁপাচ্ছে। এই গানে ইধিকা নাচ আর এক্সপ্রেশন দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। বলাই বাহুল্য, ছবি মুক্তির আগেই বাংলার দর্শকের কাছে প্রশংসিত হচ্ছে নায়িকা।