বাচ্চার বাবা কই? স্বামীকে দেখা যায়না কেন? “যারা এরকম নোংরা মানসিকতার…”, স্বামীকে নিয়ে কটাক্ষে মুখ খুললেন মানসী

মানসী সেনগুপ্ত

চলতি বছরেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বর্তমানে ছেলে মেয়ে কে নিয়ে ভরা সংসার অভিনেত্রীর। তবে দ্বিতীয়বার ছেলে জন্মের পর থেকেই একটা বিষয় নিয়েই বারবার কটাক্ষের মুখে অভিনেত্রী। সন্তানের ‘বাবা কই’, ‘স্বামীকে দেখা যায় না কেন’, ‘কে তাঁর ছেলের বাবা’, এমন ব্যক্তিগত প্রশ্নে জেরবার করতে থাকেন নেটিজেনরা।

মানসী এর আগেই জানিয়েছেন যে, তার স্বামী ক্যামারার সামনে আসতে অতটাও পছন্দ করেন না। ফের একবার পডকাস্টে এসে মানসী স্পষ্ট জানালেন সন্তানদের বাবাকে কেন কখনোই সেভাবে তাদের সঙ্গে দেখা যায় না।

মানসী বললেন, ‘আমার সঙ্গে আমার বরের সম্পর্ক খারাপ-ভালো তা নিয়ে পরে আসছি। কিন্তু সম্পর্ক যেমনই হোক, আমি তো কাওকে বাধ্য করতে পারি না আমার সঙ্গে ফোটো বা ভিডিয়োতে আসার জন্য। সে আমার পার্টনার, আমার চাকর নয়। সে যদি ক্যামেরা দেখলে লজ্জা পায়, সে যদি ভিডিয়োতে আসতে না চায়, আমি তাঁকে কখনো জোর করতে পারি না।’

‘আমি আমার মেয়েকেও অনুমতি ছাড়া ভিডিয়োতে নেই না। আমি এর মধ্যে একদিন বুঝেছি আমার মেয়ে অতটা কমফোর্টেবল নয় ভিডিয়োতে আসতে, আমি ওকে নিয়ে ভ্লগ পোস্ট করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি।’

মানসী আরও বলেন, ‘যেই আমার জীবনে থাকুক, সে আমার পার্টনার, তার প্রাইভেসিটাকে সম্মান দিতে হবে। নোংরা নোংরা কথায় কমেন্ট সেকশন ভরিয়ে রাখে। আমি উত্তর করি না, কারণ মনে করি কাদের দেব! যারা এরকম নোংরা মানসিকতার তাদের কেন উত্তর দেব! আপনারা ট্রোলিং করবেন, করুন। আমার কিছু যায় আসে না তাতে।’

‘আমার যদি আমার বরের সঙ্গে সম্পর্ক খারাপও হয়, সেটা আমার নিজস্ব ব্যাপার। আমার যদি মনে হয় আমি পাবলিক করব, সেটা আমার যখন মনে হবে তখন করব। যে আমি একসঙ্গে থাকছি না বা কিছু। অনেকে আমাকে বলে, তুই কেন ওর বাবার সঙ্গে ছবি দিচ্ছিস না! কেন দেব? যারা আমাকে বাজে কথা বলছে তাদের কেন এত গুরুত্ব দেব আমি?’

Previous articleব্রাইটন বনাম ব্রেন্টফোর্ডের সংঘর্ষ, ২২ নভেম্বর, ২০২৫
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।