দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরেই দ্বিতীয় বিয়ে! প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অপর্ণা এখন কোথায়?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড ইন্ডাস্ট্রির সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয় জগতে এসে দেবশ্রীর সঙ্গে প্রেম সেখান থেকে বিয়ে। তবে খুব বেশিদিন টেকেনি এই বিয়ে। এরপরই ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ। তবে ৫ বছর যেতে না যেতেই ভেঙে যায় সম্পর্ক।

অভিনয় জগতের সঙ্গে কোনও যোগ না থাকলেও রুপে নায়িকাদের মতই সুন্দরী অপর্ণা। ভালোবেসেই বুম্বাদাকে বিয়ে করেছিলেন অপর্ণা। তবে অপর্ণার সঙ্গে কেন ভেঙেছিল বিয়ে? জানা যায়, প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা। পরকীয়ার অভিযোগে প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন অপর্ণা।

অনেকেই হয়ত জানেন না, প্রসেনজিৎ-অপর্ণার এক মেয়েও রয়েছে। নাম প্রেরণা। পেশায় একজন আইনজীবী প্রেরণা। বর্তমানে প্রসেনজিতের সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই অপর্ণা ও তার মেয়ের।

বিয়ের পর একা হাতে মেয়েকে সামলাচ্ছেন অপর্ণা। বিদেশে মেয়ে নিয়ে একাই থাকেন অপর্ণা। এরপর আর কখনও অতীতের দিকে ফিরে থাকাননি অপর্ণা।