বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি পর্দায় আজও স্মরণীয়। ৯০ দশকের অন্যতম হিট ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। এই ছবির হাত ধরেই চর্চায় এসেছিলেন একাধিক তারকা। জনপ্রিয় হয়েছিলেন অনামিকা সাহা, পাশাপাশি চর্চায় এসেছিলেন বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষ।
বেদের মেয়ে জ্যোৎস্নাই নয়, দুই বাংলার একাধিক ছবি করেছিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ। দীর্ঘ কেরিয়ারে প্রায় ৫০-এরও বেশি ছবি করেছেন অভিনেত্রী। টলিউডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পালের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী। যা রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। একটা সময়ের পর যদিও বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আজ কথায় হারিয়ে গেলেন পর্দার বেদের মেয়ে জ্যোৎস্না?
কোথাও গিয়ে মনের মত কাজ পাননি অভিনেত্রী, হারিয়ে যাওয়া চেহারার সেই গ্ল্যামার, পুরনো সেই দিন আজও ভাবায় তাকে। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী অঞ্জু ঘোষ।