
মিঠাই ধারাবাহিক রাতারাতি পাল্টে দেয় ক্যারিয়ার। খ্যাতির শিখরে পৌঁছে দেয় তাকে। আশাকরি বুঝতেই পেরেছেন এখানে কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, আপনাদের সকলের প্রিয় মিঠাই রানী ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর।
মিঠাই ধারাবাহিকে তার সাফল্য ঈর্ষণীয়। এরপর দেবের নায়িকা হয়ে প্রথম বড়পর্দায় পা রাখেন। ওয়েব সিরিজেও কাজ করেন। মাঝে ছোটপর্দা নিয়ে তিনি জানিয়েছিলেন তিনি এখন বড়পর্দায় কাক করতে চান তাই ছোটপর্দায় আপাতত বিদায় জানিয়েছেন সৌমিতৃষা। তবে আচমকাই কোথায় হারিয়ে গেলেন তিনি?
তাকে শেষবারের মতো ২০২৪ সালে দেখা গিয়েছিল পর্দায়। এরপর আর তাকে দেখতে পারেননি তার অনুরাগীরা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীকে নিয়ে কৌতূহল ভক্তরা। মাঝেমধ্যে ইভেন্টে দেখা যেত তাকে। কিন্তু এখন সেটাও নয়, যেন ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে গেলেন মিঠাই রানী।
মাঝে শোনা যায় তিনি নাকি অসুস্থ। কিডনিতে পাথরের সমস্যায় ভুগছিলেন। যদিও অভিনেত্রী এসব নিয়ে মুখ খোলেননি। আবার নিন্দুকের দাবি, মোটা হয়ে যাওয়ার জন্য নাকি কাজ পাচ্ছেন না তাই নিজেকে গুটিয়ে রেখেছেন।
বর্তমানে তাকে সমাজমধ্যমে কোনও পোস্ট করতে দেখা যায়। কি হল সৌমিতৃষা? উত্তর অধরা।