‘সৌদামিনীর সংসার’-এর ‘সৌদামিনী’ কে মনে পড়ে? শিশু শিল্পী হিসেবে প্রথম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল সুস্মিলি আচার্য। সর্বশেষ স্টার জলসার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর ভূমিকায় দর্শকরা দেখেছিলেন তাকে। দীর্ঘ এক বছর হয়ে গেল তারপর থেকে আর সেভাবে দেখা মেলেনি নায়িকার। নিজেই নাকি সরে গিয়েছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি?
একবার এক সাক্ষাৎকারে সুস্মিলি জানিয়েছিল অন্য কোনো কারণে নয় বরং নিজের পড়াশোনার কারণেই ধারাবাহিক থেকে পিছিয়ে এসেছে সুস্মিলি। রামপ্রসাদ ধারাবাহিকে কাজ করাকালীন মাধ্যমিক পরীক্ষা ছিল তার। শুটিং ফ্লোরে ১৪ ঘণ্টা কাটানোর পরে পড়াশোনা করা ভীষণই কঠিন হয়ে পড়ে তার কাছে। সেই কারনেই পরীক্ষায় মাত্র ৬০% নাম্বার পেয়েছিলেন সুস্মিলি।
পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই কোনরকম ঝুঁকি নিতে চান না তিনি। সুস্মিলির কথায়, ‘প্যাক্টিক্যালের জন্য আলাদা করে সময় দিতে হয়। তাছাড়া পড়ার দিকেও অনেকটা সময় ব্যয় করতে হয়। যেহেতু পুরোপুরি এই দিকেই ফোকাস করতে হচ্ছে, প্রচুর পড়তে হচ্ছে, তাই আমি এই সময়টায় আর অন্যদিকে তাকাতে পারছি না।’
বর্তমানে অভিনেত্রী বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছে। ভবিষ্যতে ইংরেজিতে স্নাতক করার ইচ্ছে রয়েছে। কলেজে ওঠার পর হয়তো আবার অভিনয় জগতে ফিরবেন অভিনেত্রী। সুস্মিলির কথায়, ‘আশা করছি পরীক্ষার পর আবার মেগার কাজে ফিরব। আগে পড়ে উচ্চমাধ্যমিকটা ভালো করে দিই, তারপর দেখা যাবে কী হয়।’