“সৎ বাবা কখনও মেনে নেয়নি…”, সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে জীবনের সফরে কোথায় হারিয়ে গেলেন রাখি-বন্ধন-এর ‘মা’ ওরফে পিয়ালী বসু

পিয়ালী বসু

পিয়ালি বসু বাংলা টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। নিশির ডাক, কৃষ্ণকলি, আমার দুর্গার মতো জনপ্রিয় মেগায় দেখা গিয়েছে পিয়ালি কে। তবে রাখি-বন্ধন-এর মা উত্তরা চরিত্রে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিলেন অভিনেত্রী পিয়ালী বসু।

ছোটবেলা থেকেই অভিনয়ে জগতে আসার ইচ্ছা ছিল তার। অভিনেত্রীর মায়ের ছিল দ্বিতীয় বিয়ে। তবে সৎ বাবাকে বরাবর নিজের বাবার জায়গা দিয়েছেন তিনি। তার সৎ বাবাই কোন দিন চাননি মেয়ে অভিনয় করুক। তবুও নিজের মনের ইচ্ছাকে ভেঙে যেতে দেননি পিয়ালি। ডাক্তারি পড়ার পাশাপাশি অভিনয়ও শুরু করেন। যাত্রা শুরু হয় থিয়েটার থেকে। এরপর পড়াশুনা শেষ করে সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেন। সেখানে অ্যাংকারিং, নিউজ রিডিং এর কাজ করতেন পিয়ালি। এখান থেকেই বহ্নিশিখা ধারাবাহিকে একটি ছোট চরিত্রের জন্য অফার পান।

অভিনেত্রী পিয়ালী বসু

সম্প্রতি একটি টকশোতে এসে নিজের জীবনের নানা গল্প শেয়ার করেছেন। পিয়ালির কথায় শুধুমাত্র অভিনয়ে পেশাতেই যে খারাপ দিকগুলো রয়েছে তা নয়, যে কোন পেশারই খারাপ ভালো দুই দিকই আছে। কে কোন পথ বেছে সেটা তার ব্যাপার। অভিনেত্রী নিজের কাজের ওপর ভরসা রেখেছিলেন। সফর লম্বা হলেও নিজের জেদ বজায় রেখেছিলেন। বর্তমানে থিয়েটার এবং যাত্রাপালা নিয়েই বেশি ব্যস্ত থাকেন পিয়ালী। অভিনেত্রীকে আবার কবে ছোটপর্দায় দেখা যাবে তারই অপেক্ষা।