‘কেউ ডাকেই না, শেষ ইচ্ছেটুকুও…’, আক্ষেপ অভিনেত্রীর! পর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন দেবিকা মিত্র

দেবিকা মিত্র

বড়পর্দা থেকে ছোটপর্দা টলিউড ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মিত্র। ১৯৭৫ সালে পরিচালক অরবিন্দ মুখার্জির ‘অগ্নিশ্বর’ ছবির হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন দেবিকা। এমনকি কেরিয়ারের প্রথম দিকেই মহানায়ক উত্তম কুমারের বিপরীতে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগও পান তিনি। ‘কড়ি দিয়ে কিনলাম’,‘নীলকন্ঠ’-র মতো ধারাবাহিকেও অভিনেত্রীর সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল।

বর্তমানে বাংলা সিনেমা থেকে শুরু করে মেগা ধারাবাহিক, কোন ক্ষেত্রেই দেখা মেলেনা অভিনেত্রীর। এই প্রসঙ্গে সম্প্রতি টলি টাইম কে দেওয়া সাক্ষাৎকারে নিজের আক্ষেপ জানালেন অভিনেত্রী।

দেবিকার কথায়, ‘আমি তো এখনও অভিনয় করতে চাই, কিন্তু কেউ ডাকেই না।’ হাতে কাজ থাকার যন্ত্রণা আজও ভাবায় অভিনেত্রীকে। অভিনেত্রীর শেষ ইচ্ছেটুকুও রয়ে গেছে অপূর্ণ। সব ধরনের চরিত্রে অভিনয় করলেও আজও আফসোস রয়ে গেছে খলনায়িকা কিংবা কৌতুক চরিত্রে কাজ না করতে পারার জন্য। অভিনেত্রীর কথায়, ‘ইচ্ছা ছিল, জীবনের শেষ দিনটাও যেন অভিনয় করতে করেই কাটে।’