আর দেখা মেলে না পর্দায়, ছোটপর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী সুভদ্রা মুখার্জি?

সুভদ্রা মুখার্জি

ছোটপর্দায় বেশিরভাগ ধারাবাহিকে মা, কাকিমা, শাশুড়ির ভূমিকাতেই দেখা মিলেছে অভিনেত্রী সুভদ্রা মুখার্জির। নিজের অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অনায়াসেই। তবে এখন আর টিভির পর্দায় দেখা মেলে না তার? এমনকি দেখা যাচ্ছে না কোন সিনেমা-সিরিজেও। নতুন প্রোজেক্টে কবেই বা ফিরবেন অভিনেত্রী? এই নিয়ে হাজারো প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

তবে কি চিরতরে ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেন অভিনেত্রী? গতবছর পূজোর সময়তেই স্বামীহারা হয়েছিলেন অভিনেত্রী। মাত্র ৬০ বছর বয়সেই ঘুমের ঘোরে মৃত্যু হয় স্বামী ফিরোজের। স্বামী হারানোর পর একেবারেই ভেঙে পরেছিলেন অভিনেত্রী। স্বামীর পর আপাতত ছেলেকে নিয়েই সংসার কাটছে তার।

একটা সময় স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা, কালার্স বাংলার মত চ্যানেলে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। শেষবারের মত ‘আলোর কোলে’ ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শক। রইল লাইফ হোক বা রিয়েল লাইফ বরাবরই হাসিখুশি প্রাণোচ্ছল থাকতে ভালোবাসেন অভিনেত্রী। কিন্তু সেই মানুষটাই এখন অনেকটা সান্ত-চুপচাপ।

স্বামী মারা যাওয়ার পর ছেলে-সংসার সামলে উঠতে গিয়ে অভিনয় জগতে আর বিশেষ সময় দিতে পারছেন না সুভদ্রা। আর সেই কারনেই নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।