“ঢাকের আওয়াজ শুনলেই ভয় হয় আবার বুঝি কাউকে হারাতে হবে…”, বললেন দেবশ্রী রায়

দেবশ্রী রায়

একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ সময়ে পর্দা থেকে দূরে থাকলেও অভিনেত্রী আবারও ফিরেছেন তার চেনা জগতে। তবে আচমকা পুজোর মুখেই আতঙ্কে অভিনেত্রী। কিন্তু কেন? সম্প্রতি দুর্গাপুজো নিয়ে এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন দেবশ্রী।

২০২২ সাল থেকেই অভিনেত্রীর কাছে দুর্গাপুজো মানেই আতঙ্কে ভরা। কারণ সেই বছরেই মাকে হারানোর পর একে একে দিদিদেরও হারাতে হয় অভিনেত্রীকে। তাই পুজোর মরশুমে ঢাকের আওয়াজ শুনলেই আজও বুক কেঁপে ওঠে দেবশ্রীর। মনে হয়, আবারও বুঝি কাউকে হারাতে হবে।

তাই গত কয়েক বছর থেকেই পুজো আসলেই কলকাতা ছেড়ে চলে যান দেবশ্রী। শহরের বাইরে, নির্জন কোনও জায়গায় যেখানে অভিনেত্রীকে কেউ চিনতে পারবে না। সেখানে নিজের মত করে সময় কাটান তিনি। ভুলতে চেষ্টা করেন প্রিয়জনদের বিয়োগব্যথা। কারণ চেনা শহরে আপনজনদের স্মৃতি বড্ড ভাবায় অভিনেত্রীকে। তবে এই বছর আপনজনদের স্মৃতি আগলেই, ফ্যাশন ডিজাইনার অয়ন হোড়ের আহ্বানে বহু বছর পর দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি ফটোশুটে অংশ নেন দেবশ্রী।

সম্প্রিতি লাল বেনারসি পরে ক্যামেরার সামনে তার ছবিও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর দাবি, কাজের এই মুহুর্ত গুলো তাকে কিছুটা হলেও শোক ভুলতে সাহায্য করেছে। তা সত্বেও দুর্গাপুজো অভিনেত্রীর কাছে আর আগের মতো আনন্দময় নয়, তাই কাজ শেষে এবারেও কলকাতায় থাকবেন না তিনি।

দেবশ্রীর কথায়, “২০২২ থেকে পুজোর জামাকাপড় কেনাও বন্ধ হয়ে গিয়েছে। কার জন্য কিনব? নিজের জন্য কেনার ইচ্ছাটাই মরে গিয়েছে। একই ভাবে খাওয়া-দাওয়াও বন্ধ। আগে, ভাই-বোনেরা মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম। মা বাড়ি আগলাত। আমাদের জন্য রান্না করত।” আজ সবটাই অতীত অভিনেত্রীর কাছে।