‘যখনই একা থাকি মনে হয় বাবা…’, প্রয়াত বাবার স্মৃতিতে চোখে জল মেয়ে সাইনার

সাইনা চট্টোপাধ্যায়

দেখতে দেখতে চার বছর কেটে গেল বাবা আর নেই। আজও বাবার স্মৃতি আগলে এগিয়ে চলছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। বাবা চাইতেন মেয়ে বড় মাপের অভিনেত্রী হোক। বাবার স্বপ্ন পূরণ করতেই অভিনয় পেশা বেছে নেয় মেয়ে।

বর্তমানে জি-বাংলার ‘কনে দেখার আলো’তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাইনা। সম্প্রতি অ্যাডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বললেন সাইনা।

এই সাক্ষাৎকারে সাইনা বলে, ‘আমি বাবাকে মিস করার সুযোগই পাই না। আমি যখনই একা থাকি তখনই মনে হয় বাবা আমার পাশেই বসে আছে। অনেক সময় ব্যক্তিগত কাজও করতে পারি না। আমরা সব সময় বাবার অনুভুতি বুঝতে পারি।

ছোট থেকেই বাবার আদরের ছিল সাইনা। অভিনেতা মেয়ে ডল বলে ডাকতেন। মেয়েকে নিজের চোখের আড়াল হতে দিতেন না। বাবা চলে যাওয়ার পর আজও সাইনা অনুভব করতে পারে বাবা ঠিক যেন আগের মতোই তার পাশে রয়েছে।