বাংলা সিরিয়ালে কবে ফিরবেন শোলাঙ্কি? জানালেন নিজেই

অভিনেত্রী শোলাঙ্কি রায়

অভিনেত্রী শোলাঙ্কি রায়, যাকে শেষবারের মতন স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। প্রায় ইন্ডাস্ট্রিতে রয়েছেন ১০ বছর। তার যশ নাম সব এসেছে ছোটপর্দার দৌলতেই।

কখনো খড়ি তো আবার কখনো মেঘলা হয়ে দর্শকের কাছে ধরা দিয়েছেন। যেই রুপেই তিনি এসেছে দর্শকের ভালোবাসা পেয়েছেন। যদিও গাঁটছড়া ধারাবাহিকের পর তাকে আর সেভাবে ছোটপর্দায় দেখা যায়নি।

বর্তমানে সিনেমা আর ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত শোলাঙ্কি। তাহলে কি আর ছোটপর্দায় দেখা মিলবে না তার?  এই নিয়েই একসময় এবিপি লাইভের এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

এবিপি লাইভের সাক্ষাৎকারে ছোটপর্দার প্রসঙ্গ শোলাঙ্কি জানায়, ‘আমি এখন বড়পর্দাতেই কাজ করব বলে পরিকল্পনা করেছি। আমার ১২ বছরের কেরিয়ারের মধ্যে ১০ বছর আমি ছোটপর্দায় কাজ করেছি। ওটা আমার কাছে বাড়ির মতো। কিন্তু সিনেমার একটা আলাদা মজা রয়েছে। বড়পর্দায় নিজেকে দেখার একটা মজা রয়েছে। সেটা সবে সবে উপভোগ করা শুরু করেছি। সেটাতেই এখন থাকতে চাই। আর আমার ক্ষেত্রে একটা বিষয় সত্যি.. আমায় যে দর্শকেরা ছোটপর্দায় দেখেছেন, তাঁরা কিন্তু প্রেক্ষাগৃহে আমার ছবি দেখতে যান। ওটিটিতেও আমার কাজ দেখেন। তাই দর্শক হারানোর ভয় আমার নেই। গত ১২ বছর ধরে ওঁরা আমার সঙ্গে রয়েছেন। আমার ধারণা ভবিষ্য়তেও থাকবেন।’